Select Page

আইটেম গানে আহত নায়লা (ভিডিও)

আইটেম গানে আহত নায়লা (ভিডিও)

index

আইটেম গানের দাপটে অনেক পুরুষের নাকি মাথা ঠিক থাকে না। এবার নাচতে গিয়ে মাথায় আঘাত পেলেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সম্প্রতি বিএফডিসিতে ‘রাত্রির যাত্রী’ সিনেমার আইটেম গানের দৃশ্যায়নের সময় সহশিল্পীদের সঙ্গে নাচতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি।

‘আমি সুন্দরী নারী’ শিরোনামের গানের দৃশ্যে ২৫ অক্টোবর লিফটিংয়ের সময় হঠাৎ বেসামাল হয়ে মাটিতে পড়ে যান এ অভিনেত্রী। পড়ে গিয়ে নায়লা মাথায় আঘাত পান বলে জানিয়েছেন এ সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।

এ প্রসঙ্গে নিজের ফেসবুক পাতায় ভিডিও পোস্ট করে নায়লা লিখেন, ‘চ্যালেঞ্জ গ্রহন করা আমার সবসময়ের অভ্যাস। বিএফডিসি’তে আসাদ খান এর কোরিওগ্রাফিতে, ফারুক ভাই এবং টিমের তত্ত্বাবধায়নে রাত্রির যাত্রীর প্রথম দিনের শুটিংয়ের শেষ চিত্রায়নে একটি লিফটিং এর সময় হঠাৎ বেসামাল হয়ে নিচে পরে যাই। পরে যাওয়ার পর আমি প্রায় চার মিনিট চোখে অন্ধকার দেখি এবং নাক ও মুখ দিয়ে লবণ পানি পরছিল। প্রথম দিনের শুটিং শেষে “টম অ্যান্ড জেরি’র কার্টুন এর মতো মাথায় আলু নিয়ে বাসায় ফিরেছিলাম। আল্লাহ্‌র অশেষ রহমতে সেইদিন কোন বড় ধরনের বিপদ এর হাত থেকে রক্ষা পেয়েছিলাম এবং দ্বিতীয় দিনে গানটির চিত্রায়ন সফলভাবে শেষ করলাম। ধন্যবাদ আমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এবং রাত্রির যাত্রীর পুরো টিমকে যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন।’

ratrir-jatri-1424866026

এ দিকে পরিচালক রাইজিং বিডিকে বলেন, ‘২৫ অক্টোবর গানের দৃশ্যে ধারণের সময় সহশিল্পীদের হাত থেকে হঠাৎ মাটিতে পড়ে ঘাড়ে ও মাথায় আঘাত পান। তবে এর পর কিছু সময় বিশ্রাম নিয়ে আবার শুটিং শুরু করেন তিনি।’

হাবিবের দাবি, আইটেম গান হলেও এটি অশ্লীল নয়। শ্রুতি মধুর ভালোবাসার গান।

আসাদ খানের কোরিওগ্রাফিতে এ গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। সুর করেছেন রাজা কাশিফ। গানটি লিখেছেন পরিচালক নিজেই।

‘রাত্রির যাত্রী’তে অভিনয় করছেন মৌসুমী, সালাহ উদ্দিন লাভলুআনিসুর রহমান মিলন

ভিডিতে দেখতে ক্লিক করুন : আইটেম গানে আহত নায়লা


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares