Select Page

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ফেরদৌস: আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ফেরদৌস: আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ

আজ রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। তাঁর প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক ভালো লাগছে, নৌকা প্রতীকের দায়িত্ব পাওয়া অনেক গৌরবের।’

ফেরদৌস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করতে চাই। তবে আমার নিজেরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিজয়ী হলে সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, রুটিন কাজের বাইরে শিক্ষা নিয়েও কাজ করতে চাই।’

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস।

এবার তারকাদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন কয়েক দফা নির্বাচিত আসাদুজ্জামান নূর ও মমতাজ। এছাড়া মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছে রোকেয়া প্রাচী, শমী কায়সার, মাসুম পারভেজ রুবেল, শিমলা, শাকিল খান, মাহিয়া মাহি ও সিদ্দিকুর রহমান।


মন্তব্য করুন