Select Page

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘তোমার মাঝে আমি’

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘তোমার মাঝে আমি’

59240_e1আগামীকাল মুক্তি পাচ্ছে নিরবতমা মির্জা অভিনীত  ‘তোমার মাঝে আমি‘।

এটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম সোহেল।

সারং চলচ্চিত্রের ব্যানারে দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তোমার মাঝে আমি’।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, সিমন্তী প্রমুখ।

উল্লেখ্য, ছবিটির কাজ শেষ হয়েছিল প্রায় তিন বছর আগে।

সুত্র: সমকাল


মন্তব্য করুন