Select Page

‘আজব প্রেম’

‘আজব প্রেম’

75694_e4ঈদে মুক্তি পেয়েছে বাপ্পীআঁচল অভিনীত শাহ মো. সংগ্রাম পরিচালিত ছবি ‘কী প্রেম দেখাইলা’। ছবিটি এবারের ঈদে মোট ৪০টি হলে মুক্তি পেয়েছে। শাকিব খান বিহীন ঈদের একমাত্র ছবিটি বেশ সাড়াও পেয়েছে।

এটি বাপ্পী-আঁচল জুটির তৃতীয় ছবি। তারা দু’জন প্রথম অভিনয় করেন শাহীন সুমন পরিচালিত ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর তারা অভিনয় করেন সাফি উদ্দিন সাফির ‘প্রেম প্রেম পাগলামী’ ছবিতে।

জুটি হিসেবে তাদের এই  গ্রহনযোগ্যতা নির্মাতাদের মনোযোগ কেড়েছে। এবার তারা দু’জন অভিনয় করতে যাচ্ছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’ ছবিতে।

আজ থেকে নতুন ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।

সূত্র: মানবজমিন


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares