Select Page

আজীবন সম্মাননায় শর্মিলী আহমেদ

আজীবন সম্মাননায় শর্মিলী আহমেদ

23839_e5আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলী আহমেদ। ক্রিয়েটিভ মিডিয়া লি.-বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।

রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি (প্রধান অতিথি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও ক্রিয়েটিভ মিডিয়ার চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীরের হাত থেকে শর্মিলী আহমেদ আজীবন সম্মাননা গ্রহণ করবেন।

আগামী ২০ মে বিকাল চারটায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে এ অ্যাওয়ার্ড দেয়া হবে।  উল্লেখ্য, পারফরমেন্স অ্যাওয়ার্ডে সভাপতিত্ব করবেন বিনোদন ধারা সম্পাদক আবুল হোসেন মজুমদার।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares