Select Page

আফজাল হোসেনের সিনেমার নায়িকা সাবা

আফজাল হোসেনের সিনেমার নায়িকা সাবা

নাটক, বিজ্ঞাপন বা মিউজিক ভিডিও পরিচালনা করলেও এই (ছোটকাকু সিরিজ বাদে!) প্রথম সিনেমা পরিচালনা করবেন এক সময়ের খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন। তিনি নায়িকা করছেন সোহানা সাবাকে।

এই অভিনেত্রী দেশ রূপান্তরকে বলেন, “একটি নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেছি। গুণী অভিনেতা, নির্মাতা ও লেখক আফজাল হোসেনের নতুন সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’য় অভিনয় করব। আর ২৮ ডিসেম্বর থেকেই ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুটিং শুরু হবে।”

নায়ক সম্পর্কে জানান, “আমার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। তার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘বৃহন্নলা’ নামে দুটি ভালোমানের সিনেমায় কাজ করেছি।”

‘এই সিনেমায় কাজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এর গল্প ও চিত্রনাট্য ভাবনা আমার দারুণ পছন্দ হয়েছে। দ্বিতীয়ত, পরিচালক আফজাল হোসেন। বিটিভিতে তার নির্মাণ করা বিজ্ঞাপন দেখে মুগ্ধ হতাম। তার সুনির্মাণে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। আর ফেরদৌসের কথা কী বলব! তিনি আমার বন্ধু, দারুণ ভালো সহশিল্পী। কাজটি করে আরাম পাব তা আগাম বলে দিতে পারি’, বলেন সাবা।

মাসুম রেজার গল্পে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares