Select Page

আবারও ওমর সানী-মৌসুমী

আবারও ওমর সানী-মৌসুমী

535bb7677207e-13

অর্ধযুগ পর চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন ওমর সানীমৌসুমী। প্রয়াত বেলাল আহমেদের ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে আবারও একসঙ্গে অভিনয় করেছেন তারা দুজন। এ ছাড়া অভিনয় করছেন দিলশাদুল হক শিমুলেরলিডার’ চলচ্চিত্রে। তবে এ চলচ্চিত্রে তারা পরস্পরের বিপরীতে অভিনয় করছেন কিনা জানা যায়নি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ভালোবাসবোই তো’ সম্প্রতি সেন্সর সনদপত্র পেলেও মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ চলচ্চিত্র সম্পর্কে ওমর সানী সংবাদ মাধ্যমকে বলেন, ‘মূলত গল্পের প্রয়োজনেই বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্রে অভিনয় করেছি। চলচ্চিত্রটিতে মৌসুমী অসাধারণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস, এই চলচ্চিত্রে দর্শক নতুন এক মৌসুমীকে খুঁজে পাবেন।’

ওমর সানী ও মৌসুমী সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্রে ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। তাদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares