Select Page

আবারো হিন্দু-মুসলিম প্রেমের গল্পে

আবারো হিন্দু-মুসলিম প্রেমের গল্পে

moushumi

মৌসুমীকে হিন্দু-মুসলিম প্রেমের গল্পে দর্শক দেখেছে ‘দোলা’ ও ‘আজ গায়ে হলুদ’ সিনেমায়। আবার এমন অসম সম্পর্কে দেখা যাবে তাকে।

এ নায়িকাকে নিয়ে একে সোহেল পরিচালনা করেছিলেন ‘বাংলার বউ’ ও মাইলফলক সিনেমা ‘খায়রুন সুন্দরী’। হিন্দু-মুসলিম প্রেমের গল্পে ‘পবিত্র ভালোবাসা’ও নির্মাণ করছেন তিনি।

সোহেল মানবজমিনকে বলেন, “মৌসুমী আমার খুব পছন্দের অভিনয়শিল্পী। তাকে নিয়ে নতুন এ ছবির গল্পটি আমি লিখেছি। হিন্দু-মুসলিম প্রেমের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হবে। মৌসুমী ছবির গল্প শুনে পছন্দ করেছেন।”

সম্প্রতি ‘পবিত্র ভালোবাসা’র নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের নিজের। এরই মধ্যে ইমন সাহার সংগীতে কনা ও কিশোর এ ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন।

তবে মৌসুমীর বিপরীতে নায়ক হিসেবে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।


মন্তব্য করুন