Select Page

আরেকবার পিছিয়ে গেল ‘অগ্নি’

আরেকবার পিছিয়ে গেল ‘অগ্নি’

b-4820131029155216কুরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ইফতেখার চৌধুরীর ‘অগ্নি‘। নির্দিষ্ট সময়ের আগে এডিটিং শেষ করতে না পারায় শেষ পর্যন্ত ঈদে মুক্তি পায়নি ছবিটি। এরপর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পরবর্তী মুক্তির তারিখ নির্ধারণ করা হয় নতুন বছরের ৭ ফেব্রুয়ারি। কিন্তু এবারও পিছিয়ে গেল তারিখটি।

নতুন সিদ্ধান্ত অনুসারে ১৪ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে ‘অগ্নি’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ কালের কন্ঠকে বলেন, ‘৭ ফেব্রুয়ারিতেই মুক্তির বিষয়ে অটল ছিলাম আমরা। কিন্তু হল মালিক ও বুকিং এজেন্টদের অনুরোধে ছবিটির মুক্তির দিন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। আশা করি, ১৪ ফেব্রুয়ারির পর কোনোভাবেই আর পেছানো হবে না।’

‘অগ্নি’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভমাহি। বেশ কিছুদিন আগে অনলাইনে তিন মিনিট ৪৫ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশিত হয়, যা ইতিমধ্যে বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছে।


মন্তব্য করুন