Select Page

আর পরিচালনা নয়

আর পরিচালনা নয়

2015_09_05_20_06_59_KQZeu6Wp4xUxqi29UOqIavYeNXPykA_original

অনন্তের কিছু করে দেখানোর ক্ষমতা তার বিজ্ঞাপনেরই মত। শুধু গানটাই বাকি ছিল। রোজার ঈদে তাও করে দেখালেন। অবশ্য সিনেমায় গাইবেন কিনা জানা যায়নি। তবে অনেকে বলেন, শুধু অভিনয় বা প্রযোজনায় থাকলে তিনি ভালো করবেন। এবার সম্ভবত তা-ই হতে যাচ্ছে। নতুন সিনেমায় তাকে পরিচালক হিসেবে দেখা যাবে না।

শনিবার বিএফডিসির ২ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ‘আজ পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, কোনটিতেই মনের মতো অভিনয় করার সুযোগ পাইনি। কারণ প্রত্যেকটা ছবির চিত্রনাট্য থেকে শুরু করে, সংলাপ, শুটিংয়ের লোকেশন ও অভিনয়শিল্পী নির্বাচন-সবকিছুই আমাকেই তদারক করতে হয়েছে। শুধু তাই নয়; কস্টিউম ডিজাইন থেকে কোরিওগ্রাফিও করতে হয়েছে আমাকে। এসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে, শরীরের ঘাম মুছতে মুছতে ক্যামেরার সামনে দাঁড়াতে হতো। এবার সিদ্ধান্ত নিয়েছি, আমি আর্টিস্ট হব।’

‘ট্যালেন্ট হান্ট’ নামের প্রতিযোগিতার সর্বশেষ অবস্থার কথা জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর মাধ্যমে তার নতুন সিনেমা ‘দ্য স্পাই’র জন্য শিল্পী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। সে অনুষ্ঠানে অনন্ত এমন ইঙ্গিত দেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে তার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন।

এ দিকে ‘ট্যালেন্ট হান্ট’ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি, ট্যালেন্ট হান্ট ব্যক্তি পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান। এটা শুধুই নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয়, এর মাধ্যমে আমরা অন্যান্য অভিনয়শিল্পী খোঁজার কাজটিও করা হবে। যা আমাদের পরবর্তী ছবি ‘দ্য স্পাই’ মুক্তির পর সবাই টের পাবেন।’


মন্তব্য করুন