Select Page

আসছে না ‘অন্তরাত্মা’, ঈদ ছাড়াও শাকিব হিট!

আসছে না ‘অন্তরাত্মা’, ঈদ ছাড়াও শাকিব হিট!

শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘অন্তরাত্মা’ ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও পিছিয়ে গেছে দ্বিতীয়টি। ছবির প্রযোজকের মতে, শাকিবের ছবি ব্যবসা করা জন্য ঈদ লাগে না।

‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন, গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন ‘সত্তা’-খ্যাত সোহানী হোসেন।

বেশ আগেই ছবির শুটিং শেষ হলেও আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না। ‘অন্তরাত্মা’র পোস্ট প্রডাকশনের কাজে চলতি মাসের শেষ সপ্তাহে কলকাতায় যাওয়ার কথা আছে পরিচালকের।

প্রযোজক সোহানী হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অন্তরাত্মা’ যেহেতু শাকিব খানের ছবি, তাই ঈদ ছাড়া মুক্তি দিলেও ছবি হিট হবে, এটা আমার বিশ্বাস। তাছাড়া হল সংখ্যা চাহিদার চেয়ে কমে গেছে। তাই ঈদে ছবি মুক্তি দিতেই হবে এমনটা ভাবছি না। আমি মনে করি, শাকিব খানের ছবি মুক্তি দিতে ঈদ লাগে না। শাকিব থাকলে ছবি যে কোনো সময় মুক্তি দিলে হিট!

‘অন্তরাত্মা’য় শাকিবের বিপরীতে আছেন দর্শনা বণিক। পাবনা টানা শুটিংয়ের মাধ্যমে গত বছরের দ্বিতীয়ার্থে সিনেমাটি শেষ করেন এ নায়ক। এর পর দ্বিতীয় কিস্তির কথা উঠলেও শাকিবের যুক্তরাষ্ট্রবাসের কারণে সেই খবরে কোনো অগ্রগতি নেই।


মন্তব্য করুন