Select Page

আসিফ-ন্যানসি দুজনই রাগ কমিয়ে ফেলেছেন

আসিফ-ন্যানসি দুজনই রাগ কমিয়ে ফেলেছেন

আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যানসি। দুই জনপ্রিয় শিল্পীকে পাওয়া যায় ‘এক্স প্রেম’ নামের অ্যালবামে। তাও বেশ কয়েক বছর আগের কথা। এরপর তাদের পরস্পরের সম্পর্কে চিড় ধরে। এতদিন পর রাগ কমিয়ে তারা একসঙ্গে আড্ডা দিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই কথা জানালেন আসিফ নিজেই। তিনি লেখেন-

“একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কন্ঠটি। ভাইয়া আমি ন্যানসি বলছি… খুব ভাল লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভাল লাগছিলো। ন্যান্সি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।

নাজমুন মুনিরা ন্যানসির কন্ঠ আমাদের সম্পদ। আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যানসির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।

ভালো থাকো ন্যানসি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কন্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভাল লাগা, আমিও সেই দলের বাইরে নই।”


মন্তব্য করুন