Select Page

আহারে জীবন: পূর্ণিমার বিপরীতে মোশাররফ বা চঞ্চলকে চান পরিচালক

আহারে জীবন: পূর্ণিমার বিপরীতে মোশাররফ বা চঞ্চলকে চান পরিচালক

‘আহারে জীবন’ নামে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ছটকু আহমেদ। এ বছর সরকারি অনুদান পাওয়া ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে।  খবর কালের কণ্ঠ।

এর মধ্যে ছবির গল্প শুনেছেন অভিনেত্রী। হানিমুন থেকে ফিরে ছটকুকে শিডিউল দেবেন বলেও জানিয়েছেন।

ছটকু বলেন, ‘গল্পের প্রয়োজনেই পূর্ণিমার দ্বারস্থ হওয়া। বরাবরই সে আমাকে সম্মান করে। আমার পরিচালিত ছবিতে যেমন অভিনয় করেছে, তেমনি আমার লেখা অনেক কাহিনী-চিত্রনাট্যেও তাকে পেয়েছি। এ ছবিটির ব্যাপারে পূর্ণিমাকে জানালে শুরুতেই সে রাজি হয়েছে। পরে গল্প শোনালে আরো বেশী আগ্রহ দেখিয়েছে। এখন সে হানিমুনে আছে। জানিয়েছে, সামনের সপ্তাহে ঢাকায় ফিরেই আমার সঙ্গে শিডিউল ও অন্যান্য বিষয় নিয়ে বসবে।’

ছবির নায়ক কে? প্রশ্নের উত্তরে ছটকু বলেন, ‘আমি চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সঙ্গে আলোচনা করেছি। তবে এখনো কেউ চূড়ান্ত হননি। দুজনের একজনকে পেলেই আমার গল্পটা পূর্ণতা পাবে।’


মন্তব্য করুন