Select Page

আড়ালে শাহরিয়াজ

আড়ালে শাহরিয়াজ

Shahriaz Bipashaশাহেদ চৌধুরী পরিচালিত ‘আড়াল’ ছবিতে অভিনয় করেছেন শাহরিয়াজ। ছবির কাজ প্রায় শেষ। বাকি রয়েছে দুটি গানের দৃশ্যায়ন।  

‘আড়াল’ ছবিতে তার সহশিল্পী আঁচল বিপাশা কবির। তাছাড়াও রয়েছেন আলীরাজ, মিজু আহম্মেদ, ইলিয়াস কোবরা প্রমুখ।  গতবছর এই ছবির শ্যূটিং করতে গিয়ে ক্রেন থেকে পড়ে গিয়ে হাটুর নিচে ব্যাথা পান শাহরিয়াজ। এ কারণে সে সময় শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল কিছু সময়।

ছবির নাম ‘আড়াল’ রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক শাহেদ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ছবির প্রতিটি চরিত্রই আসলে আড়াল। যে অনেক ভালো মানুষ, গল্পে দেখা যাবে সে আসলে ভিলেন। সবচেয়ে খারাপ যে মানুষটা দেখবেন, সে আসলে ভালো মানুষ।’

সামনে বিগ বাজেটে মালেক আফসারী পরিচালিত ‘অ্যাংরি ইয়াংম্যান’ আর সাইমন তারিকের ‘রোড নাম্বার ০০৭’ ছবির কাজ করবেন শাহ রিয়াজ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares