Select Page

মুক্তির তালিকায় ইউটার্ন

মুক্তির তালিকায় ইউটার্ন

U-turn (1)ভার্সেটাইল মিডিয়ার প্রথম চলচ্চিত্র ইউটার্ন ছবি মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউটার্ন ছবিটি পরিচালনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক আলভী আহমেদ। ছবির কাহিনী, চিত্রনাট্যও তার রচনা।

ছবির মুক্তি সম্পর্কে প্রযোজনা সংস্থার কর্নধার আরশাদ আদনান জানিয়েছেন, তার প্রযোজনার প্রথম চলচ্চিত্র নিয়ে তিনি বেশ আশাবাদী। পরিচালক অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মান করেছেন বলেই তিনি সফলতার আশা করছেন বলে জানান আরশাদ আদনান।

ইউটার্ন ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন শিপন সোনিয়া হোসেন। এছাড়া আছেন ইরফান সাজ্জাদ, প্রসূন আজাদ, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আইরিন প্রভৃতি। অ্যাকশনধর্মী এই ছবির পোস্টার ইতোমধ্যেই সকলের নজর কেড়েছে।


মন্তব্য করুন