Select Page

ঈদের পর ‘প্রিয় সত্যজিৎ’

ঈদের পর ‘প্রিয় সত্যজিৎ’

কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাকে উৎসর্গ ‘প্রিয় সত্যজিৎ’ নামের সিনেমা নির্মাণ করেছেন প্রসূন রহমান। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। ঈদের পর পরই মুক্তি পাবে চলচ্চিত্রটি।

এর আগে ২৩ এপ্রিল সত্যজিতের প্রয়াণ উপলক্ষে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্রটির দুটি পোস্টার।

এ নিয়ে প্রসূন রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গত বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। সত্যজিতের প্রয়াণ দিবস উপলক্ষে আজ আমরা সিনেমাটির দুটি পোস্টার প্রকাশ করেছি। ২ মে জন্মদিনে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এদিকে ২ বা ৩ মে ঈদ পড়ে যাওয়াই এই সময়টাতে মুক্তির পরিকল্পনা বাতিল করেছি আমরা। আশা করছি ঈদের পর পরই বা মে মাসের মধ্যেই মুক্তি দিতে পারব আমরা।’

‘প্রিয় সত্যজিৎ’-এর গল্প ও চিত্রনাট্য করেছেন প্রসূন। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে।

গল্পসূত্র হিসেবে জানা গেছে, এর কাহিনি তিন সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রের অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।

তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে রয়েছেন, পংকজ মজুমদার, সঙ্গীতা চৌধুরী, সাঈদ বাবু, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর। এছাড়া সিনেমাটিতে নির্মাতা অপরাজিতার সহযোগী ফিল্ম-ক্রুদের চরিত্রে অভিনয় করবেন সত্যিকারের কয়েকজন কলাকুশলী।


মন্তব্য করুন