Select Page

ঈদের পর বড়পর্দায়

ঈদের পর বড়পর্দায়

image_538_75548লাক্সতারকা বিদ্যা সিনহা মীম বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। ঈদের পর তিনি পুনরায় বড় পর্দায় ফিরবেন বলে জানিয়েছেন।

মীম চলতি বছরের শুরুতে চলচ্চিত্রের জন্য নাটকের কাজ একেবারেই কমিয়ে দেন। এ সময় তিনি খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ ও রিপন মিঞার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবির শুটিং করেন।

পদ্ম পাতার জল‘ ও নতুন ছবি ‘কানামাছি‘র শুটিং করবেন ঈদের পর। কানামাছিতে তার বিপরীতে আছেন শাকিব খান

 

তার প্রথম ছবি ‘আমার আছে জল‘ পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন