Select Page

ঈদের সিনেমা চালানোর জন্য হল মালিককে টাকা দেয়ার প্রস্তাব!

ঈদের সিনেমা চালানোর জন্য হল মালিককে টাকা দেয়ার প্রস্তাব!

এটাই স্বাভাবিক যে, প্রেক্ষাগৃহে সিনেমা চলবে বিনিময়ে টাকা পাবেন প্রযোজক। কিন্তু সিরাজগঞ্জের মিনিপ্লেক্স রুটস সিনে ক্লাব দাবি করছে, সিনেমা চালানোর জন্য উল্টো টাকা দিতে চাইছে নির্মাতা।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে লেখা হয়েছে—

কই যাই-কী করি? আজ পর্যন্ত ৮টি চলচ্চিত্রের ঈদে মুক্তি বিষয়ে নিশ্চয়তা পেয়েছি; এর মধ্যে একটি চলচ্চিত্র ঈদে চালানোর জন্য আমাদেরকেই টাকা দেবার ইচ্ছা প্রকাশ করেছেন প্রযোজক! হায় বাংলা সিনেমা; এই তবে অবস্থা!

আমরা নিরপেক্ষ, এবং সকল সিনেমার পক্ষেই সমানভাবে দৃষ্টি রাখতে চাই; তাই সম্ভব হলে একসাথে ৪টি সিনেমা একদিনে চালিয়ে ইতিহাস সৃষ্টি করতে চাই!

গতবার একদিনে ৩টি চালিয়েছিলাম; মনে আছে? তবে এবার যে কী হবে, সম্ভবত কেউ জানে না!

এক সময় হাজার দেড়-এক সিনেমা হল থাকলেও বর্তমানে দেশে চালু হল সংখ্যা ৪০টির মতো। ঈদে সব মিলিয়ে কোনোমতে ১০০ পার হয়। অথচ এক সময় কোনো কোনো সিনেমাই পেত শতাধিক হল। তেমন একটা সময়ে এসেছে মুক্তির ঘোষণা দিয়ে বসে আসে ৭-৮টি সিনেমা। সেখানে এভাবে টাকার প্রস্তাব না দিয়ে কী উপায়ই বা আছে! অবশ্য সেই সিনেমার নাম প্রকাশ করেন রুটস সিনে ক্লাব।


মন্তব্য করুন