Select Page

মারা গেলেন জাতীয় পুরস্কারজয়ী নৃত্য পরিচালক মাসুম বাবুল

মারা গেলেন জাতীয় পুরস্কারজয়ী নৃত্য পরিচালক মাসুম বাবুল

নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেড় হাজারের বেশি সিনেমার নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নায়ক জয় চৌধুরী। তিনি বলেন, কদিন আগে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। আজ বিকেলে ফুলবাড়িয়ার (গুলিস্তান) বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তাকে দাফন করা হবে আজিমপুর গোরস্থানে।

প্রায় দেড় বছর যাবৎ মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করেছেন মাসুম বাবুল।

অলটাইম ব্লকবাস্টার ‘বেদের মেয়ে জোসনা’র নৃত্য পরিচালক হিসেবে বিশেষ পরিচিত মাসুম বাবুল।

তার নৃত্য পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বিক্ষোভ, মায়ের দোয়া, দাঙ্গা, কেয়ামত থেকে কেয়ামত, অবুঝ সন্তান, ত্যাগ, তুমি আমার অন্তরে অন্তরে, প্রেম যুদ্ধ, দেন মোহর, আঞ্জুমান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, হৃদয়ের কথা, কোটি টাকার কাবিন প্রভৃতি।


মন্তব্য করুন