Select Page

‘রূপবান’-এর সেই ইতিহাস সৃষ্টিকারী সংবাদ

‘রূপবান’-এর সেই ইতিহাস সৃষ্টিকারী সংবাদ

একটি সিনেমা কতটা আকর্ষণ তৈরি করতে পারে যে, সন্তানধারণের শেষ পর্যায়ে এসেও দেখার লোভ সংবরণ করতে পারেননি হবু মা। বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে সেই গল্প শুনেছেন।

রূপবান’ সিনেমা নিয়ে চালু এই গল্প সত্য কি-না, প্রশ্ন অনেকেরই। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে সেই খবরটি কাটিং। অবশ্য পত্রিকার নামটি জানা যায়নি।

প্রতিবেদনে লেখা—

সিনেমা হলে সন্তান প্রসব

সিরাজগঞ্জ, ৭ই মার্চ (নিজস্ব সংবাদদাতা)। সম্প্রতি স্থানীয় একটি সিনেমা হলে জনৈকা ভদ্রমহিলা একটি সন্তান প্রসব করিয়াছেন।

বিবরণে প্রকাশ, সিরাজগঞ্জ শহরতলীর জনৈকা সন্তান-সম্ভবা মহিলা তাহার স্বামীর সহিত স্থানীয় একটি সিনেমা হলে রূপবান দেখিতে আসেন। শো আরম্ভ হইলে উক্ত মহিলার প্রসব বেদনা শুরু হয়; কিন্তু তাঁহাকে নিরাপদ স্থানে অপসারণের পূর্বেই নির্বিঘ্নে এই পৃথিবীতে একটি ফুটফুটে শিশুর আবির্ভাব হয়।

লোককাহিনী নির্ভর রূপবান মুক্তি পায় ১৯৬৫ সালের ৫ নভেম্বর। সেই হিসেবে সংবাদে বর্ণিত ‘৭ই মার্চ’ অন্য কোনো বছরের ঘটনা; সম্ভবত ১৯৬৬ সালের। অর্থাৎ পরের বছরও সিনেমার আকর্ষণ অব্যাহত ছিল।

সালাউদ্দিন পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন ও সুভাষ দত্ত।


মন্তব্য করুন