Select Page

এই ২৫ হলে মাহি-সাইমনের ‘লাইভ’

এই ২৫ হলে মাহি-সাইমনের ‘লাইভ’

‘পোড়ামন’ সিনেমার মতো ব্লকবাস্টারের একাধিক বিভাগ জতীয় পুরস্কার পাওয়া ‘জান্নাত’ উপহার দিয়েছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক জুটি। আজ মুক্তি পাওয়া ‘লাইভ’ সে হিসেবে তাদের তৃতীয় ছবি। মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ‘আনন্দ অশ্রু’। যদিও কমপক্ষে আরও দুটি অসমাপ্ত ছবির জুটি তারা।

শামীম আহমেদ রনী পরিচালিত ‘লাইভ’-এ আরো অভিনয় করেছেন আদর আজাদ।  ছবির ট্রেলার ইতোমধ্যে দর্শকদের আগ্রহ জাগিয়েছে।

শাপলা মিডিয়ার এ ছবি নিয়ে ছিল না তেমন কোনো প্রচার। দেখে নিন কোন ২৫ হলে মুক্তি পেল ‘লাইভ’।


মন্তব্য করুন