Select Page

এনটিভিতে ‘মাটির ঠিকানা’

এনটিভিতে ‘মাটির ঠিকানা’

shakib-khan-9-B1-227x275আসন্ন ঈদে এনটিভিতে প্রদর্শিত হবে  শাহ আলম কিরণ পরিচালিত ‘মাটির ঠিকানা‘। প্রযোজনা অফিসে সুত্রে খবরটি জানা গেছে।

এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানপূর্ণিমা

গতানুগতিক রোমান্টিক ও ড্রামা ধারার বাইরে ছবিটি নির্মিত হয়েছে। এই ছবির মাধ্যমে পরিচালক দর্শকদের অন্য ধরণের মেসেজ দিতে চেয়েছেন।

এই ছবিতে গান গেয়েছেন জেমস, মিলা ও সালমা।


মন্তব্য করুন