Select Page

এবার কী দেখাবেন শাকিব-জয়া (টিজার)

এবার কী দেখাবেন শাকিব-জয়া (টিজার)

11887874_1095798777115257_998382190326599305_n

শাকিব খানজয়া আহসান। জুটি হিসেবে চমকপ্রদ বলতে হবে। শাকিবের দর্শকরা জয়াকে খুশি মনে গ্রহণ করেন। কারণ জনপ্রিয়তা ও স্ট্যাটাসের দিক থেকে জয়ার হাইট ইতোমধ্যে দেশের বাইরেও ছড়িয়েছে। তারপরও প্রশ্ন থাকে শাকিব অভিনীত ফর্মুলা সিনেমার সঙ্গে জয়া কতটা মানানসই। সে সম্পর্কে মন্তব্য করার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কারণ এখনো মুক্তি পায়নি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’।

তাই সন্তুষ্ট থাকতে হবে ফার্স্টলুক টিজার নিয়ে। এর আগে মুক্তি পেয়েছে দুটি গান। সেগুলোও ঈদের আমেজে ভালো সাড়া পেয়েছে।

টিজারটি বুঝিয়ে দেয় এতে রোমান্টিকতার সঙ্গে থাকছে এ্যাকশান। বাড়তি পাওনা ক্রিকেট ব্যাট দিয়ে শাকিবের মারমারি। এ দৃশ্যগুলো অভিনব ও খানিকটা হাস্যকর। সে সঙ্গে ক্রিকেটার হিসেবে সুপারহিরো টাইপ এন্ট্রি সিন। তবে রোমান্টিক দৃশ্যগুলো প্রথম থেকে আবেদনময় লেগেছে। লোকেশন বৈচিত্র্যও ভালো লেগেছে। আর নায়ক ক্রিকেটার এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা।

12072543_996346720448361_6996634391827035921_n

ঝকঝকে টিজার বলে দেয় ঘটনার ঘনঘটাময় সিনেমা হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। প্রথমটির মতো দর্শকদের মজা দেবে। কাস্টিং ও আয়োজন দেখে মনে হয় পরিচালক সাফি উদ্দিন সাফি দর্শকদের চমকে দিতে নিজের সামর্থ্যের অনেকটা ব্যবহার করেছেন।

শাকিব খান বলে কথা। বৃহস্পতিবার প্রকাশ হওয়া প্রায় ২ মিনিট দৈর্ঘ্যের টিজারটি অনলাইনে ভাইরাল হয়ে যাবে বলার অপেক্ষা রাখে না। যারা সিনেমাটির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য শুভ কামনা।

https://youtu.be/OaxLRlmnHBE

 


Leave a reply