Select Page

ট্রেলারঃ সুরিনগর

ট্রেলারঃ সুরিনগর

New Bangla Film Surinagar with naila and minhaz kibria (2)আগামীকাল ৯ অক্টোবর সারাদেশের অল্প কিছু হলে মুক্তি পাচ্ছে মিনহাজ কিবরিয়া পরিচালিত প্রথম চলচ্চিত্র সুরিনগর। তিনি এ চলচ্চিত্রের প্রধান চরিত্রেও অভিনয় করেছেন। প্রথমে ত্যাগ নামে শুরু হলেও পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে সুরিনগর রাখা হয়। পাক্ষিক আনন্দ আলো প্রযোজিত এ ছবিতে অকাল প্রয়াত শিল্পী নায়লা অভিনয় করেছেন। ছবির মুক্তি উপলক্ষে অনলাইনে মুক্তি দেয়া হয়েছে অ্যাকশন থ্রিলারধর্মী এ চলচ্চিত্রের ট্রেলার।

বিএমডিবি-র পাঠকদের জন্য ট্রেলারটি এখানে সন্নিবেশ করা হল।


মন্তব্য করুন