Select Page

এরশাদের পছন্দে পূর্ণিমার পোশাক!

এরশাদের পছন্দে পূর্ণিমার পোশাক!

purnima-ershad

পূর্ণিমাকে পোশাক পছন্দ করে দিলেন সাবেক প্রেসিডেন্ট ও কবি হুসেইন মুহম্মদ এরশাদ। চট্টগ্রামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছিলো তাদের। সেখানে ঘটে মজার কাণ্ড। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন এরশাদ ও পূর্নিমা।

উদ্বোধনের পর শনিবার বিকেলে ফ্যাশন হাউজটি ঘুরে দেখার সময়ই ঘটলো ঘটনাটা। চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখেন এরশাদ। বিক্রয়কর্মীরা পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে এরশাদ নিজেই বিক্রয়কর্মীকে পোশাক দেখাতে বলেন।

নিজেই পছন্দ করে নেভি ব্লু ও গোল্ডেন কালারের সংমিশ্রনে তৈরি একটি গাউন পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। বিক্রয় প্রতিনিধিরা একই ডিজাইনের আরও কাপড় দেখাতে চাইলে এরশাদ বলেন, ‘না এটাই ওকে মানাবে।’

একই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্ণিমার অনেক সিনেমার সহশিল্পী ফেরদৌস।

অনেকদিন সিনেমায় দেখা না গেলেও টিভি নাটকে বিশেষ বিশেষ উপলক্ষে পূর্ণিমা বরাবরই সরব। ঈদুল ফিতরের বেশ কটি নাটকে ইতোমধ্যে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে সিনেমায় ফেরার গুজব।

সূত্র : বাংলা নিউজ টুয়েন্টিফোর।

 


মন্তব্য করুন