Select Page

এ শুক্রবারের ছবি: ‘তোমার আছি তোমারই থাকবো’

এ শুক্রবারের ছবি: ‘তোমার আছি তোমারই থাকবো’

Tomar-Asi-Tomari-Thakbo-12-150x150শুক্রবার ২২ নভেম্বর  ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকবো’ ছবিটি। প্রয়াত শচীন কুমার নাগের কাহিনিতে নির্মিত রোমান্টিক  ঘারানার ছবিতে কাহিনিতে উঠে এসেছে গ্রাম ও শহরের মেলবন্ধন।

ছবিটির মূল চরিত্রে  অভিনয়  করেছেন শুভ, মৌমিতানির্জনা। এছাড়াও শাহাবুদ্দিন কমল নিবেদিত ও শাহ ফিল্মস পরিবেশিত ‘তোমার আছি তোমারই থাকবো’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাবিলা, নাসরিন, আসিফ ইকবাল, প্রবীর মিত্র, শাহরুখ, খালেদা আকতার কল্পনা, সিরাজ হায়দার, শাহাবুদ্দিন কমল ও মঞ্জুর আলম।

ছবি সম্পর্কে প্রযোজক শাহ মো. সেকান্দার আলী সেন্টু  এবং পরিচালক কালাম কায়সার বলেন, সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিতে  নাচ-গান, অ্যাকশন সহ দর্শকদের বিনোদন দেয়ার মতো সব উপাদানই আছে। আমাদের বিশ্বাস ছবিটি দর্শক পছন্দ করবে।


মন্তব্য করুন