Select Page

‘কাজলরেখা’ মুক্তি পাবে ফেব্রুয়ারিতে

‘কাজলরেখা’ মুক্তি পাবে ফেব্রুয়ারিতে

লম্বা বিরতিতে ছবি নির্মাণ করলেও সম্প্রতি পরপর পর্দায় আসছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানালেন, সামনের ফেব্রুয়ারিতে আসবে তার পরের ছবি ‘কাজলরেখা’।

বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী অনন্য নিদর্শন মৈমনসিংহ গীতিকা থেকে সরকারি অনুদানে নির্মাণ করছেন এ ছবি। তবে এ উচ্ছাভিলাষী সিনেমার পরিকল্পনা করেছিলেন প্রায় এক যুগ আগে।

জাগো নিউজকে সেলিম বলেন, ‘কাজলরেখা’ সিনেমাটির ৭০ শতাংশ শুটিং কাজ শেষ হয়েছে। আশা করছি সামনের মাসে পুরোপুরি শুটিং শেষ হয়ে যাবে। তারপর সম্পাদনা টেবিলে যাবো। সব ঠিকঠাক কাজ করতে পারলে আমার ইচ্ছে আছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি দেয়ার।’

আরও বলেন, ‘কাজলরেখা নির্মিত হচ্ছে মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা থেকে। ওই সময়ে নয় বছর বয়স হলেই সামাজিক নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। গল্পের নায়িকা কাজলরেখার বয়স যখন ৯ তখন এক নতুন গল্প তৈরি হয়। এটিই আমার সিনেমার মূল গল্প।

এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছি আমি নিজেই। সিনেমাটি আমার স্বপ্ন। প্রায় ১১ বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। এখন নির্মাণ করতে যাচ্ছি। ভালো লাগছে।’

কাজলরেখা সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেককে।


মন্তব্য করুন