Select Page

‘কেউ কথা রাখেনি’

‘কেউ কথা রাখেনি’

image_1346_373822সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতার শিরোনাম ‘কেউ কথা রাখেনি’। এই নামেই শুরু হতে যাচ্ছে নতুন একটি ছবির কাজ। সম্প্রতি হয়ে গেল ছবিটির মহরত।

এই ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হতে যাচ্ছেন সম্ভাবনাময় দুই তারকা- ইমনআঁচল। ছবিটি পরিচালনা করছেন শাহীন খান। 

শুক্রবার সন্ধ্যায় শ্রুতি স্টুডিওতে একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক মহরত করেন পরিচালক।

শিগগির ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক শাহীন খান। তিনি আরো জানান, নতুন এই ছবির গল্প ও গানে বেশ বৈচিত্র্য থাকবে।


মন্তব্য করুন