Select Page

কেমন আছেন দীপু নাম্বার টু?

কেমন আছেন দীপু নাম্বার টু?

Dipu-1১৯৮৪ সালে কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল রচনা করেন কিশোর উপন্যাস দীপু নাম্বার টু। তারও প্রায় দশ বছর পর চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এই উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন দীপু নাম্বার টু ছবিটি। এতে প্রধান চরিত্র দীপুর ভূমিকায় অভিনয় করেন কিশোর অরুণ সাহা। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অভিনয়ের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন অরুণ। এরপর অসংখ্য ছবিতে শিশু চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও পড়াশোনার চাপের কারণে তখন আর অভিনয়টা করা হয়ে উঠেনি তার। এখন কোথায় আছেন এই দীপু?

দীপু চরিত্রের অভিনেতা অরুণ  দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করে বাংলাদেশসহ ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং জার্মানির বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। সবশেষ কিছুদিন আগে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তি বিষয়ে মাস্টার্স কোর্স শেষ করেছেন। এবং এখন তিনি আবার অভিনয়ে ফিরে আসার কথা ভাবছেন।

তখন অরুন সেন্ট যোসেফ স্কুলে সপ্তম শ্রেণীতে পড়েন। একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখে মায়ের সঙ্গে চারুকলা ইন্সটিটিউটে অডিশন দিতে যান তিনি। সেখানে নির্বাচিত হবার অনেক পর জানতে পারেন যে তাকে এই ছবিতে দীপুর চরিত্রে অভিনয় করতে হবে।

দীপু নাম্বার টু ছবিটি ১৯৯৬ সালে মুক্তি দেয়া হয়। দীর্ঘদিন হয়ে গেলেও, অভিনয় বিষয়টি তার মধ্যে এখনও রয়ে গেছে। তাই সুযোগ পেলে যেকোন সময়ই অভিনয়ে ফিরতে রাজি আছেন অরুন। তবে তা চলচ্চিত্রেই  হতে হবে এমন কোন কথা নেই। নাটক কিংবা টেলিফিল্মের মধ্যমে হলেও ফিরতে চান অরুন দর্শকদের কাছে।

অভিনয়ের পাশাপাশী সঙ্গীতেও আগ্রহ রয়েছে তার।স্কুল জীবন থেকেই সংগীতের সঙ্গে তার সম্পর্কের সৃষ্টি হয়। তবে ২০১১ সালে এসে ‘ক্লাসিকাল মিউজিক একাডেমি অব ঢাকা’র সঙ্গে যুক্ত হন তিনি। এ সময় বিটিভিতে ‘ঐকতান’ ও ‘চির শিল্পের বাড়ি’ শিরোনামে দুটি অনুষ্ঠানের বেশকিছু পর্বে ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজিক পরিবেশন করেন। তাছাড়া শিল্পকলা, শিশু একাডেমিসহ বিভিন্ন জায়গায় স্টেজ শো গুলোতে অর্কেস্ট্রা মিউজিক পরিবেশন করেছিলেন।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares