Select Page

কে এই ‘শের’?

কে এই ‘শের’?

আকর্ষণীয় অ্যানিমেশন টিজারের মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দিলেন অনন্য মামুন। যেখানে এক শিশুকে বাঘের মুখোমুখি হতে দেখা যায়। এরপর ঘোড়া চড়ে আসে, মুখ অর্ধেক ঢাকা। লুক অনেকটাই শাকিব খানের মতো হলেও কেউ নিশ্চিত নন। তবে ৪৫ সেকেন্ডের টিজারটি ভালো সাড়া পেয়েছে।

এর ক্যাপশনে অনন্য মামুন লিখেছেন, ‘স্বপ্নের চাইতে বড় কিছু.. দেশের দুই বড় প্রোডাকশন হাউজ সাথে…মুম্বাই…ধন্যবাদ দরদ মুক্তির আগেই আমার উপর আস্থা রাখার জন্য..।’ অবশ্য ক্যাপশনে একাধিক প্রতিষ্ঠানের কথা বললেও টিজারে দেখা গেছে শুধু অনন্যর প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের নাম।

ভারতের এসকে মুভিজের সঙ্গে শাকিব খানকে নিয়ে অনন্য মামুন বেশ আগেই শেষ করেছেন বহুভাষার ছবি ‘দরদ’। সে ছবি নিয়ে কোনো ঘোষণা না থাকায় অভিনেতার ভক্তরা যখন বিরক্ত, তখন ‘শের’-এর ঘোষণা এল। কিন্তু নায়ক নিয়ে রয়েছে প্রশ্ন।

এর আগে একাধিকবার শাকিব খানের সঙ্গে আরো ছবির ঘোষণা দিয়েছে ফেসবুকে। কিন্তু আপাতত ‘দরদ’ রয়েছে ঘোষণার বাইরে!

উল্লেখ্য যে বছর দুয়েক আগে শাকিব খানকে নিয়ে ‘শের খান’ নামের সিনেমার ঘোষণা দেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তাদের আলাপের ছবিও প্রকাশ হয়। তবে পরে ‘মিশন এক্সট্রিম’ নির্মাতা কোনো আপডেট জানাননি।

সম্প্রতি শাকিবের বাইরে অন্য অভিনেতাদের নিয়ে নির্মাতাদের এগোতে বলেন অনন্য মামুন। ‘অংকটা কিন্তু জটিল’ শিরোনামের পোস্টে লেখেন, ‘কোলকাতায় এ্যাকশন সিনেমার ব্যবসা একদমই নেই। গল্প নির্ভর সিনেমার হিট। যেমন টনিক, প্রজাপতি, রক্তবীজ, দশম অবতার, পারিয়া,পালান, প্রধান। এখন চলছে এটা আমাদের গল্প। এই সিনেমা গুলো সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স সব জায়গাতেই ভালো ব্যবসা করছে। আমাদের এখানে যদি বলি তাহলে প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার ছাড়া ব্যবসায়িক সফল সিনেমায় গত বছর থেকে এখন অব্দি নেই। আর সেগুলো ছিলো উৎসব ঘিরে। হল মালিকদের যে কি বাজে অবস্থা সেটা আমরা কম বেশি সবাই জানি। সারা বছর কিন্তু তারা লস দিয়ে চালায়। ঈদ ছাড়া ভালো সিনেমা রিলিজ না হলে কিন্তু অবস্থা দিন দিন খারাপ হবে। আর সিনেমাকে যারা ভালোবাসেন তাদের বলবো শাকিব ভাইয়ের পাশাপাশি  অন্য হিরোদের নিয়েও বড় সিনেমা বানানোর প্ল্যান করতে হবে। প্রতি বছর দশটা হিট সিনেমা ছাড়া কিন্তু চলচ্চিত্র বাঁচানো অসম্ভব ব্যাপার।’

এমন মন্তব্যের পর ‘শের’ ঘোষণা আসায় কেউ কেউ বলছেন, এ ছবির নায়ক শাকিব নন অন্য কেউ।


মন্তব্য করুন