Select Page

গিয়াসউদ্দিন সেলিমের সেই ছবির নাম ‘পাপ-পূণ্য’

গিয়াসউদ্দিন সেলিমের সেই ছবির নাম ‘পাপ-পূণ্য’

কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল ‘মনপুরা’-খ্যাত গিয়াসউদ্দিন সেলিম নতুন সিনেমায় হাত দিচ্ছেন। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ।

এতদিন নিশ্চিত খবর পাওয়া না গেলেও পাকা খবর দিলেন পরিচালক নিজেই। প্রথম আলোকে তিনি জানান, ছবিটির নাম ‘পাপ-পূণ্য’। ঈদুল আজহার পরই শুরু হচ্ছে দৃশ্যায়ন।

এর আগে চঞ্চল বলেন, ‘‘দুটি ছবি নিয়ে আলোচনা চলছে। নিশ্চয়ই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমি এ বিষয়ে আগাম কিছু বলব না। কারণ প্রযোজক-নির্মাতারাই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ সম্মেলন করবেন।’

এবার পরিচালক তা নিশ্চিত করলেন। তবে ধোয়াশা রয়ে গেছে- কে হচ্ছেন নায়িকা? বলা হচ্ছে, চমক রাখার জন্য নামটি প্রকাশ হয়নি। শুধু বলা হচ্ছে, নবাগত এ নায়িকা বিজ্ঞাপনের পরিচিত মুখ।

আরও জানা যায়, শুটিং চলতি ‘শানা’-এর জন্য এতদিন অনিশ্চিত ছিলেন সিয়াম। তবে দুই ছবির সংশ্লিষ্টরা সমঝোতার মাধ্যমে শিডিউল ভাগাভাগি করে নিয়েছেন।

২০০৯ সালে মুক্তি পায় চঞ্চল চৌধুরীকে নায়ক করে সেলিমের প্রথম সিনেমা ‘মনপুরা’, যা শীর্ষ আয়ের বাংলা ছবির মধ্যে অন্যতম। এক দশক বিরতির পর ২০১৮ সালে ‘স্বপ্নজাল’ দিয়ে বড়পর্দায় ফেরেন এই নির্মাতা। তবে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। মাঝে মুক্তিযুদ্ধকালীন নৌ অভিযানের ঘটনা নিয়ে ছবির বানানোর ঘোষণা এলেও কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares