Select Page

চলচ্চিত্রে প্রীতম

চলচ্চিত্রে প্রীতম

image_1336_371238ভিন্নধর্মী কথা ও সুরে গান গেয়ে দেশে-বিদেশে বাংলাভাষীদের কাছে বেশ জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ। এবার তার অভিষেক ঘটতে যাচ্ছে চলচ্চিত্রে।

রওশন আরা নীপার ‘মহুয়া মঙ্গল’ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয় হলেও অভিনয়ে নতুন নন এই কণ্ঠশিল্পী। এর আগে একটি টেলিফিল্মসহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন প্রীতম।

ময়মনসিংহ গীদিকা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনি নিয়ে পরিচালক জানান, সমসাময়িক আঙ্গিকে গল্পটি পর্দায় ফুটিয়ে তোলা হবো।

ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। আগামী বছরের শুরুতেই শুটিং শুরু হবে।


মন্তব্য করুন