Select Page

চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : ফজলুর রহমান বাবুর ‌‘আক্ষেপ’

চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : ফজলুর রহমান বাবুর ‌‘আক্ষেপ’

তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করে দেশ-বিদেশের দর্শকদের কাঁদিয়েছিলেন ফজলুর রহমান বাবু। অথচ এ ছবি নয়, নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’র জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ পেতে যাচ্ছেন তিনি।

এ নিয়ে একাধিক গণমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন বাবু।

তিনি বলেন, ‘তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা ছবিতে অভিনয়ের পর অনেকের মতো আমারও ধারণা ছিল, হয়তো এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারি। কিন্তু আমি পুরস্কার পেতে যাচ্ছি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটির জন্য। পুরস্কারপ্রাপ্তি অবশ্যই আনন্দের। ‘মেয়েটি এখন কোথায় যাবে ছবির নির্মাতা নাদের চৌধুরী, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। তবে অজ্ঞাতনামা ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার না পাওয়ার আক্ষেপটাও থেকে গেলো।’

তিনি আরও বলেন, ‘একটা বিষয় না বললেই নয়, আমাদের দেশে চলচ্চিত্রের নায়ক না হলে যেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেয়া যাবে না। এমন একটি ধারণার চর্চা রয়েছে। সিনেমার চরিত্রও যে, গল্প এবং অভিনয় গুণে নায়ক হতে পারে। সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন ছবির নায়ক, আর বাকি সবাই যেন পার্শ্ব অভিনেতা। এছাড়া মঞ্চ অভিনেতা, টেলিভিশন অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা বলে একটা বিভাজন তো রয়েছেই।’

বাবু বলেন, ‘আমাদের দেশে অভিনেতাকে মঞ্চ, টিভি, সিনেমা বলে ভাগ করে ফেলা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়ার ক্ষেত্রেও এই বিভাজনকে অনুসরণ করা হয়। অভিনেতাকে তার অভিনয় নৈপুণ্য দিয়েই বিচার করা উচিত।’

সূত্র : আরটিভি অনলাইন


মন্তব্য করুন