Select Page

চলচ্চিত্রে মোহন খান

চলচ্চিত্রে মোহন খান

টিভি76949_e5 থেকে অনেকেই চলচ্চিত্রে ঝুঁকছেন। এটা চলচ্চিত্রের জন্য ইতিবাচক ঘটনা। এবার চলচ্চিত্র নির্মাণে যুক্ত হতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা মোহন খান। নিজের লেখা ‘সীমানায় তুমি’ উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করছেন এ চলচ্চিত্র।

চলচ্চিত্রের নামও ‘সীমানায় তুমি’।

চলচ্চিত্রটি তার প্রতিষ্ঠান গাঙচিলের ব্যানারে নির্মিত হচ্ছে।

এ বিষয়ে মোহন খান বলেন, চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শেষ। আগামী মাসেই এই ছবির শুটিং শুরু হবে। আমার নাটক-টেলিফিল্মের বেশির ভাগেই কক্সবাজারের বেশ জোরালো সম্পৃক্ততা থাকে। চলচ্চিত্রেও তাই থাকবে।

মোহন খান আরও জানান, চলচ্চিত্রে কারা অভিনয় করবেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন