Select Page

চার বছর পর শাবনূর

চার বছর পর শাবনূর

এক দশক ধরে চলচ্চিত্রে অনিয়মিত শাবনূর। তাঁর অভিনীত শেষ ছবি ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘কিছু আশা কিছু ভালোবাসা’। দীর্ঘ চার বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন শাবনূর। ‘পাগল মানুষ’-এ দেখা যাবে তাকে। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাওয়া  ছবিটি ঈদের আগেই মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক বদিউল আলম খোকন।

শাবনূর বলেন, “দশ বছর ধরে বেছে বেছে কাজ করছি। এই সময়ে আমার অভিনীত প্রায় ১৫টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘এক টাকার বউ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘বলব কথা বাসর ঘরে’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’র মতো ব্যবসাসফল ছবিও আছে। ‘পাগল মানুষ’ ছবিটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে বিশ্বাস করি। এম এম সরকার আমার প্রিয় পরিচালক। তিনি মারা যাওয়ার পর ছবিটি পরিচালনার দায়িত্ব নেন বদিউল আলম খোকন। এই দুজন গুণী মানুষের পরিচালনায় দর্শক আরেকটি ভালো ছবি পেতে যাচ্ছে বলে মনে করি। ”

শাবনূর এখন অস্ট্রেলিয়ায়। দেশে ফিরবেন চলতি মাসের মাঝামাঝি।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন