Select Page

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আজিজুর রহমান

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আজিজুর রহমান

উন্নত চিকিৎসার জন্য অসুস্থ চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান এখন সিঙ্গাপুরে। রোববার তিনি সেখানে গিয়েছেন। প্রখ্যাত এই পরিচালক গত ১৪ই মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি প্রফেসর মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে গ্রিন রোডের বাসায় ফেরেন। আজিজুর রহমানের সহধর্মিণী শামীম রহমান মানবজমিনকে বলেন, বর্তমানে তার অবস্থাটা কিছুটা উন্নতি হলেও কথা জড়িয়ে যাচ্ছে। এজন্য ছেলে-মেয়েরাই উদ্যোগী হয়ে সিঙ্গাপুরে নিয়েছে। কানাডা থেকে আমার মেয়ে বিন্দি এসেছে।  সেও আমাদের সঙ্গে সিঙ্গাপুরে এসেছে। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন।

এদিকে সিঙ্গাপুর যাওয়ার আগে গ্রীনরোডের বাসায় আজিজুর রহমানকে দেখতে গিয়েছিলেন অভিনয়শিল্পী আলমগীর, শবনম, চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবরসহ আরো অনেকে।

মনতাজুর রহমান আকবর বলেন, আমি বাসায় তাকে দেখতে গিয়েছিলাম। শরীরের অবস্থা খুব একটা ভালো না। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। উল্লেখ্য, অনেক সফল ছবির পরিচালক আজিজুর রহমান।

১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে তিনি চিত্রপরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন। এই নির্মাতা ৫৪টি ছবি নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সাইফুল মুলুক বদিউজ্জামান’, ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘সমাধান’ প্রভৃতি।


মন্তব্য করুন