Select Page

চিরঘুমে ‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম

চিরঘুমে ‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম

ঢাকার প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরায় নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।

পিয়ারী বেগমের একমাত্র সন্তান রাবিউল আমিন প্রথম আলোকে বলেন, ‘গত মাসে অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। চিকিৎসক জানান, আম্মার হার্ট দুর্বল ছিল। আপাতত বাসায় নিয়ে যান। ওষুধ বাসাতেই খাওয়ান। হাসপাতালে রেখে কী করবেন? এরপর ভালোই ছিল। জ্বরও ছিল না। কিন্তু গত দুই দিন আম্মার শরীর দুর্বল ছিল। আজ আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও ছোট ছেলে বাসায় ছিল। স্ত্রীর সামনেই মারা গেছেন আম্মা।’

পিয়ারী বেগম প্রয়াত অভিনেতা আমিনুল হকের স্ত্রী।

‘মুখ ও মুখোশ’ মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ ছবির পরিচালক আবদুল জব্বার খান। পিয়ারী বেগম ছাড়াও এ ছবিতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা প্রমুখ।


মন্তব্য করুন