ছুঁয়ে দিলে মন প্রকাশিত
আরেফিন শুভ–মম অভিনীত ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক সম্প্রতি রিলিজ দেয়া হয়েছে ইউটিউবে। ছুঁয়ে দিলে মন ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। বিএমডিবি-র পাঠকদের জন্য গানটি এখানে সংযুক্ত করা হল।
Select Page
লিখেছেন: অ্যাডমিন | ডিসে. ৩০, ২০১৪ | চলচ্চিত্রের খবর, মুক্তির অপেক্ষায় | 0
আরেফিন শুভ–মম অভিনীত ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক সম্প্রতি রিলিজ দেয়া হয়েছে ইউটিউবে। ছুঁয়ে দিলে মন ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। বিএমডিবি-র পাঠকদের জন্য গানটি এখানে সংযুক্ত করা হল।