Select Page

ছোট পোশাক পরলেই অশ্লীল হয় না

ছোট পোশাক পরলেই অশ্লীল হয় না

23

‘কলকাতায় এখন অনেক ভালো ছবি হচ্ছে। তারা ছোট ছোট পোশাকও পরছে, কিন্তু অশ্লীলভাবে নিজেদের উপস্থাপন করছে না। আমার মনে হয়, সব দিকে খেয়াল রেখে ছবি বানালে দর্শক দেখবে।’- এনটিভিবিডিকে এমন কথা বললেন নবাগত নায়িকা আলভিরা ইমু। ‘জানে মন তুই জীবন’ নামে একটি ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন।

ইমু আরো বলেন, ‘শত শত ছবির নায়িকা হওয়ার ইচ্ছা আমার নেই। আমি এমন ছবির নায়িকা হতে চাই, যে ছবি আমি মা-বাবাকে সঙ্গে নিয়ে দেখতে পারব। বিয়ে করার পরও যেন সেসব ছবি আমার স্বামী-সন্তান নিয়ে দেখতে পারি, এমন ছবিতেই কাজ করতে চাই।’

ছবিটিতে ইমুকে দেখা যাবে ধনী পরিবারের চঞ্চল এক মেয়ের চরিত্রে। সে দেশের বাইরে থাকে। আর সেখানে নায়ক ব্যবসা করার জন্য যায়। সেখানে গিয়ে দেখা হয় তার সঙ্গে। তার পর সে নায়িকাকে পছন্দ করে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প। শাহ আলম মণ্ডল পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করবেন আলমগীর ও দিতি।

এরই মধ্যে ‘জানে মন তুই জীবন’ এর মহরত অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোজার ঈদের পর পরই শুরু হবে ছবির শুটিং।

নতুন ছবি প্রসঙ্গে শাহ আলম মণ্ডল বলেন, ‘শাকিব ও ইমু ছাড়া আরো কয়েকজন শিল্পী চুক্তিবদ্ধ হয়েছেন। ৭ জুন ভারতে যাব কিছু কাজে; ফিরব ১৫ জুন। ভারত থেকে এসেই ছবিটি সম্পর্কে বিস্তারিত বলব। তবে এটুকু বলতে পারি, একটা চমক আছে সবার জন্য।’

 


মন্তব্য করুন