Select Page

জঙ্গীর কথায় আসিফের ‘ভালো থেকো’

জঙ্গীর কথায় আসিফের ‘ভালো থেকো’

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে ‘ভালো থেকো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ব্যতিক্রমী কথার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। তরুণ মুন্সীর সুর ও সঙ্গীতায়োজনে রেকর্ডকৃত গানটির ভিডিও এরই মধ্যে তৈরি হয়েছে। নির্মাণ করেছেন সাদাত হোসাইন।

ঈদুল ফিতরে ‘ভালো থেকো’র ভিডিও প্রকাশ করবে বাংলা ঢোল। শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে প্রথমবারের মতো কাজ করে উচ্ছ্বসিত আসিফ। তিনি বলেন, ‘আত্মীয়তার সূত্রে তিনি আমার দুলাভাই। প্রথমবারের মতো তার লেখা গান গেয়েছি। এটি আমার জন্য অনেক প্রাপ্তির। সুরকার হিসেবে তিনিই তরুণকে পছন্দ করেছেন। সব মিলিয়ে পাঁচ মাসের পরিশ্রমের পর গানটি তৈরি হয়েছে। আমার দৃষ্টিতে সাম্প্রতিককালে এমন গান হয়নি, হলেও আমি শুনিনি বা ফোকাস হয়নি। এমন গান এর আগে আমিও গাইনি।’

তিনি আরও জানান, একজন মানুষের কলেজ জীবনের প্রেমের সম্পর্ক, সংসার থেকে শুরু করে মধ্যবয়স্ক একজন মানুষের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানটির কথায়। সবমিলিয়ে এটি তার জীবনের স্মরণীয় একটি গান হতে যাচ্ছে। অচিরেই অনুষ্ঠিত হবে ‘ভালো থেকো’-এর প্রকাশনা অনুষ্ঠান।

অারো পড়ুন:   শাবনূরের নায়ক মিশা সওদাগর

Leave a reply

ই-বুক ডাউনলোড করুন

সাপ্তাহিক জরিপ

ঈদে মুক্তিপ্রাপ্ত কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে?

রাজনীতি
নবাব
বস টু

surveymaker

Shares