Select Page

‘জয় বাংলা কনসার্টে’ গান না করার ঘোষণা

‘জয় বাংলা কনসার্টে’ গান না করার ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনে হত্যার ঘটনার শুরুর দিকে জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছিলেন গায়ক পপাই ও বাংলা ফাইভ ব্যান্ডের সিনা হাসান। সময় গড়াতে তাদের দল ভারি হচ্ছে। এবার আগামী দিনে আর কখনোই জয় বাংলা কনসার্টে গাইবে না বলে ঘোষণা দিয়েছে ক্রিপটিক ফেইট, নেমেসিস ও আরবোভাইরাস।

গত ১৭ জুলাই সিনা হাসান লেখেন, “একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়। আর আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে  তাইলে বাংলা ফাইভ ত্যাগ করতেও কুন্ঠাবোধ করবো না, যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নাই।”

৩১ জুলাই এক ফেসবুক পোস্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট জানিয়েছে, ব্যান্ডটি কখনোই জয় বাংলা কনসার্টে গাইবে না।

ব্যান্ডটি লিখেছে, ‘অনেকেই প্রশ্ন করছেন, আপনারা “জয় বাংলা কনসার্ট” করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর “না”।’

এর পরদিন ১ আগস্ট দুপুরে রক ব্যান্ড নেমেসিসও এই কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছে। এক ফেসবুক পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘গত দুই সপ্তাহের পরিপ্রেক্ষিতে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’

ফেসবুক পোস্টে নেমেসিস আরও লিখেছে, ‘আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই–বা শুনবে। কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব।’

নেমেসিসের ভাষ্য, ‘আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবেন। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’

একই দিন সকালে হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস ফেসবুক পোস্টে লিখেছে, তারাও আর জয় বাংলা কনসার্টে গাইবে না।

‘নেশার বোঝা’, ‘ভালোবাসা বাকি’, ‘অপার্থিব’, ‘ভাবালে’র মতো আলোচিত গানের শিল্পী রাফফান ইমাম। শ্রোতামহলে তিনি ‘পপাই’ নামে পরিচিত। ইতোমধ্যেই তিনিও জয় বাংলা কনসার্ট বয়কটের ঘোষণা দিয়েছেন। 

এদিকে আরেক ব্যান্ড ‘শিরোনামহীন’ বলছে, “একটা তথ্য সবাইকে জানাতে চাই। শিরোনামহীন গত সাত বছর ধরে কোন জয়বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণ ই জানানো হয়নি। যে কনসার্টে আমাদেরকে আর আমন্ত্রণ ই জানানো হয় না, সেই কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন তাদের অনেকেই কনসার্ট টি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব এই তথ্যটাও আপনাদেরকে দিয়ে রাখলাম।ভালো থাকবেন সবাই।”

২০১৫ সাল থেকে এই কনসার্ট আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা।


Leave a reply