Select Page

জাজের নতুন নায়িকা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

জাজের নতুন নায়িকা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলামের। কালের কণ্ঠ জানায়, প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের গল্পের নায়িকা হচ্ছেন তিনি।

এর মধ্যে গ্রুমিং শুরু করেছেন জেসিয়া। পাণ্ডুলিপিও হাতে পেয়ে গেছেন। জাজের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জেসিয়া নিজে কিছু না জানালেও ঘটনার সত্যতা প্রকাশ করেছেন আব্দুল আজিজ নিজে।

তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকজন নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছি। এর মধ্যে জেসিয়া একজন। এর আগে আমরা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, পূজা চেরির মতো নায়িকা উপহার দিয়েছি। তারা এই মুহূর্তে দেশের জনপ্রিয় ও ব্যস্ততম তারকা। আমার মনে হয়েছে মাহি, ফারিয়া, পূজার পাশাপাশি আরো কয়েকজন নতুন নায়িকা এলে ইন্ডাস্ট্রি সচল হবে। নির্মাতারা অপশন পাবেন। জেসিয়ার গ্রুমিং দেখে ভালো লেগেছে। তাঁর মধ্যে সম্ভাবনা আছে। পরিশ্রম করার ইচ্ছাও আছে। জেসিয়ার জন্য শুভ কামনা।’

জেসিয়ার প্রথম ছবি ‘বারুদ’ হবে থ্রিলার ঘরানার। পরিচালনা করার কথা সৈকত নাসিরের। তবে পরিচালক এখনো চুক্তিবদ্ধ হননি বলে জানান আজিজ।


মন্তব্য করুন