Select Page

জাজের পরবর্তী নায়ক প্রীতম হাসান

জাজের পরবর্তী নায়ক প্রীতম হাসান

# বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে নায়কোচিতভাবে দেখা গেছে তাকে
# অভিনয় করেছেন নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায়
# এবার আব্দুল আজিজ জানালেন, প্রীতমকে নায়ক বানাবেন
# প্রীতম জানালেন, নায়ক হওয়া বেশ কঠিন

বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে নায়কোচিতভাবে দেখা গেছে গায়ক-সঙ্গীতায়োজক প্রীতম হাসানকে। পাশাপাশি অভিনয় করেছেন নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’য়। তকে দেখা যেতে পারে সিনেমায়ও।

সম্প্রতি চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চে নিজের তৈরি গান নিয়ে কথা বলছিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। হঠাৎই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ তার পাশে এসে দাঁড়ান।

মাইক্রোফোনটি হাতে নিয়ে সাংবাদিক-অতিথিদের লক্ষ্য করে বলেন, ‘আচ্ছা, নায়ক হিসেবে প্রীতম কেমন হবে? আমি তাকে আমার ছবির নায়ক বানাতে চাই।’ অপ্রস্তুত প্রীতম সঙ্গে সঙ্গে বলেন, নায়ক হওয়াটা বেশ কঠিন। তিনি তা হতে চান না! কিন্তু প্রযোজক নাছোড়বান্দা। তিনি চান প্রীতম আসলেই তার ছবির নায়ক হিসেবে পর্দায় আসুক।

ঘটনাটা ১৫ অক্টোবর ‘দেবী’ ছবির সংবাদ সম্মেলনে। বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে ভাবছেন প্রযোজক। এ প্রসঙ্গে আবদুল আজিজ  বলেন, ‘আমি বিষয়টি নিয়ে সিরিয়াস। একটি কাহিনিও তৈরি করা হয়েছে। আপনিই বলুন, সে দেখতে কিউট কিনা! উঁচা-লম্বা, দেখতে শুনতে ভালো। তাই তাকে ভেবে রেখেছি। আগামী বছর (২০১৯) এটির কাজ হবে।’

তবে বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি ‘হ্যাঁ’ বলেননি প্রীতম। তার ভাষ্য, যদি প্রযোজক নিজে অভিনয় করেন তাহলে হয়তো তিনিও চলচ্চিত্রটি করবেন।

সূত্র : বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন