Select Page

জেমসের গান অবলম্বনে সিনেমার ঘোষণা

জেমসের গান অবলম্বনে সিনেমার ঘোষণা

‘বাপজানের বায়স্কোপ’-এর জন্য জাতীয় পুরস্কার জেতা রিয়াজুল রিজু এর আগে প্রেমের কবিতা ও কাঙাল নামের দুটি সিনেমার ঘোষণা দেন। তবে শুটিং ফ্লোরে যায়নি শেষ পর্যন্ত। আবার ঘোষণা দিলেন তিনি।

একাধিক সংবাদমাধ্যম জানায়, রিয়াজুল রিজু এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘দিদিমণি’। জেমসের গাওয়া বিখ্যাত গান ‘সেলাই দিদিমণি’র অনুপ্রেরণায় চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। কাহিনি ও সংলাপ করেছেন অনিক বিশ্বাস।

তিনি বলেন, ‘‘ছবিটির নাম নিয়েছি জেমস ভাইয়ের ‘সেলাই দিদিমণি’ গানটি থেকে অনুপ্রাণিত হয়ে। এই ছবিটি নির্মাণের পেছনে গানটি অবদান আছে। আমি তার একজন অন্ধ ভক্ত। সবচেয়ে বড় কথা, এই ধরনে গান ও গল্প আমাদের সমাজে নিয়মিত হওয়া দরকার বলেও মনে করছি। এমন অনুভূতি থেকেই সিনেমাটি নির্মাণে হাত দিলাম।’’

রিয়াজুল রিজু বলেন, ‘‘বাপজানের বায়োস্কোপ’ বানানোর পর নানা কারণে দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম। মাঝে ‘প্রেমের কবিতা ও কাঙাল’ বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর হয়নি। তবে এবার আমার শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করছি, লেডি অ্যাকশন ধাঁচের ‌‘দিদিমণি’ চলচ্চিত্রটি দ্রুত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব।’’

২০০৩ সালে জেমসের পঞ্চম একক অ্যালবাম ‘আমি তোমাদেরই লোক’  মুক্তি পায়। সেই অ্যালবামে স্থান পায় ‘সেলাই দিদিমণি’ গানটি। এটি লিখেছেন যৌথভাবে বিশু শিকদার ও জেমস।

ছবিটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে। চলছে কাস্টিং চূড়ান্তকরণ প্রক্রিয়া। ধরণ, লেডি অ্যাকশন।


মন্তব্য করুন