Select Page

টঙ্গীতে ৭৫ সিটের মিনিপ্লেক্স ‘সাবা সোহানা সিনেপ্লেক্স’

টঙ্গীতে ৭৫ সিটের মিনিপ্লেক্স ‘সাবা সোহানা সিনেপ্লেক্স’

রাজধানীর অদূরে টঙ্গীতে চালু হয়েছে নতুন সিনেমা হল, নাম ‘সাবা সোহানা সিনেপ্লেক্স’। আজ শুক্রবার বেলা ৩টায় রাজকুমার হিরানি পরিচালিত হিন্দি সিনেমা ‘ডানকি’র মাধ্যমে এ হলের পর্দা উঠেছে।

সাবা সোহানা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ‘আজ শাহরুখ খানের ‘‘ডানকি’’ সিনেমার মাধ্যমে আমাদের সিনেপ্লেক্সের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সিনেমার শো চলবে।’

৭৫ জন দর্শক ধারণক্ষমতার মিনি সিনেপ্লেক্সটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত এবং এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


মন্তব্য করুন