Select Page

টিজার পোস্টারে শুরু ‘মিশন এক্সট্রিম’

টিজার পোস্টারে শুরু ‘মিশন এক্সট্রিম’

নির্মাণের ঘোষণা থেকে অতি প্রতিক্ষীতের তালিকায় স্থান পাওয়া ‘মিশন এক্সট্রিম’-এর টিজার পোস্টার প্রকাশ হয়েছে মঙ্গলবার। হেুলকপ্টারের সাহায্যে দুর্গম অঞ্চলে অপারেশনের দৃশ্য উঠে এসেছে এতে।

ঢালিউড দর্শকদের মনোযোগ কেড়েছে পোস্টারটি। ইতি-নেতিবাচক দুই ধরনেরই প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বেশির ভাগই বলছেন মূল সিনেমার ফুটেজ না দেখে কোনো মন্তব্য করা যায় না।

ফয়সাল আহমেদের পরিচালনায় সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন আরিফিন শুভ। তার বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ী জান্নাতুুল ফেরদৌস ঐশীকে। এছাড়া একই ধাঁচের ও একই লেখক-প্রযোজকের আগের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কয়েকজন কলা-কুশলী এ সিনেমায় থাকতে পারেন।

সপ্তাহখানেকের মধ্যে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরুর কথা রয়েছে। মুক্তি পাবে ঈদুল আজহায়।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares