Select Page

ডিপজল এখন

ডিপজল এখন

image_247_44642জনপ্রিয় অভিনেতা ডিপজল দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত। ভিলেন চরিত্রে দীর্ঘদিন অভিনয়ের পর হঠাৎ নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ডিপজল, সাফল্যও পেয়ে যান দ্রুত। কিন্তু নায়ক হিসেবে আবির্ভাবের মতই হঠাৎ করে অভিনয় থেকে সরে গিয়েছেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা হওয়ার পর বেশ কিছু বিতর্কের জন্ম দেন ডিপজল। এই ক্ষোভ আর অভিমান থেকেই দূরে আছেন। বাসা আর ফুলবাড়িয়ায় ফাহিম স্টুডিওর অফিসে সময় কাটাচ্ছেন এখন।

নায়কের সঙ্কটকালীন এই সময়ে এরকম একজন অভিনেতা দূরে সরে থাকা ইন্ডাস্ট্রিকেই ক্ষতিগ্রস্থ করছে বলে মনে করছেন সকলে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন