Select Page

তারকাঁটায় অভিনয় ছিল মিমের ভুল সিদ্ধান্ত!

তারকাঁটায় অভিনয় ছিল মিমের ভুল সিদ্ধান্ত!

কয়েক বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। বিপরীতে ছিলেন আরিফিন শুভ। চমৎকার কিছু গানের সিনেমাটি ততটা ব্যবসা করতে পারেনি।

আর ওই সিনেমায় অভিনয়কে ভুল সিদ্ধান্ত মন করেন মিম। এতদিন পর সেই কথা জানালেন প্রথম আলোকে।

প্রশ্ন করা হয়- এমন কোনো চলচ্চিত্র আছে, যেটাতে অভিনয় করার পর মনে হয়েছে যে এটা না করলেই ভালো হতো? উত্তরে ‘তারকাঁটা’র নাম বলেন মিম।

সঙ্গে যোগ করেন, ‘এই ছবির গল্প শুনেছি একরকম, শুটিং শেষ করে দেখেছি আরেক রকম। এই চলচ্চিত্রে অভিনয় না করলেই ভালো হতো আমার। ছবিটি দেখে মনে হয়েছে নিজের মাথায় নিজেই বাড়ি মারি।’

অবশ্য এর আগে জানতে চাওয়া হয়- এখন পর্যন্ত সেরা ছবি কোনটি? মিম গতানুগতিক উত্তরের কাছে আশ্রয় নেন, ‘আমার কাছে সব একই রকম। সব ছবিই সন্তানের মতো।’ হুমায়ূন আহমেদের আমার আছে জল ছবিটির কথা আলাদা করে মনে আছে। বললেন, ‘ওই সময় তো আমি অভিনয় কী জিনিস জানতাম না। আমাকে হাসতে বললে হাসতাম, খেলতে বললে খেলতাম, কাঁদতে বললে কাঁদতাম। তখন অভিনয় আর বাস্তব জীবন আলাদা মনে হয়নি।’

তবে যে ছবিটা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেটাকে এগিয়ে রাখলেন এ অভিনেত্রী। ছবির নাম জোনাকির আলো। এ ছাড়া পদ্মপাতার জল চলচ্চিত্রের গল্পটাও এগিয়ে রাখলেন মিম। অন্য ছবিগুলো গতানুগতিক।

এদিকে সম্প্রতি সোহরাব হোসেন দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। মুক্তির অপেক্ষায় আছে ‘দাগ’।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares