Select Page

‘তুফান’-এ অভিনয়ের প্রস্তাব পাননি, জানালেন তমা মির্জা

‘তুফান’-এ অভিনয়ের প্রস্তাব পাননি, জানালেন তমা মির্জা

গত বছরের শেষ দিকে শাকিব খান অভিনীত ‘তুফান’-এর ঘোষণা দেয় ঢাকা-কলকাতার তিন প্রতিষ্ঠান। কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি ছবির নায়িকার নাম। এ নিয়ে শুরু থেকেই চলছে গুঞ্জন।

পরিচালক রায়হান রাফী হওয়ায় স্বভাবতই তমা মির্জার নাম শোনা যাচ্ছে। কিন্তু এ নায়িকা সরাসরি জানিয়ে দিলেন, ওই ছবিতে থাকছেন না।

শোনা যাচ্ছে, ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে থাকবেন ঢাকা-কলকাতার দুই নায়িকা। এর মধ্যে কলকাতা থেকে মিমি চক্রবর্তীর নাম বেশ শোনা যাচ্ছে। ঢাকা থেকে একাধিক নায়িকার নাম এসেছে, এর মধ্যে তমার নামও রয়েছে।

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে তমা জানালেন, প্রযোজনা আলফা আই থেকে এ সিনেমায় অভিনয়ের কোনো প্রস্তাব পাননি।

শাকিব খান ও সিনেমার গল্পের প্রশংসা করে জানান, সিনেমা হলে গিয়েই সহকর্মীদের কাজ দেখতে বেশি আগ্রহী তিনি।

নব্বই দশকের আবহে নির্মিত হবে ‘তুফান’। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।


মন্তব্য করুন