Select Page

সিনেপ্লেক্সে ফিরছে ‘পরাণ’

সিনেপ্লেক্সে ফিরছে ‘পরাণ’

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ২০২২ সালে সিনে বাণিজ্যে নতুন রেকর্ড গড়েছিল। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানের অভিনয় ভীষণ পছন্দ করেছিল দর্শক। চাহিদা থাকলেও দুই বছরেও ওটিটি প্লাটফর্মে আসেনি ছবিটি। তবে এ সময়ে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত, এবার ফিরছে সিনেপ্লেক্সে।

জানা গেছে, আগামী ৮ মার্চ থেকে দর্শকনন্দিত ‘পরাণ’ চলবে জনপ্রিয় মাল্টিপ্লেক্সটির হলগুলোতে। এমনটাই নিশ্চিত করলেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বললেন, “এই মুহূর্তে কনটেন্টের একটা অভাব তো আছে। তাছাড়া ‘ডিউন: পার্ট টু’ ছবিটি মোটামুটি চলছে; আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল আরকি। তাই সব দিক বিবেচনা করে ‘পরাণ’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবি ঘিরে দর্শকের তো একটা আগ্রহ ছিল, আছে। সেজন্যই পুনরায় ছবিটি পর্দায় তুলছি।”

মেসবাহ জানালেন, যদি ‘পরাণ’ থেকে ইতিবাচক সাড়া মেলে, তাহলে এই মাসে আরও কয়েকটি আলোচিত বাংলা ছবি তারা চালাবেন। রমজানের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হল বরাবরই রমজান মাসে চালু থাকে। কেবল ইফতারের সময়ের শো বন্ধ রাখা হয়। তো এবারও যথানিয়মে চলবে।’

শো শিডিউল থেকে জানা গেলো, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় চলবে ‘পরাণ’। তিনটি শাখায় প্রতি দিন ১০টি শো প্রদর্শিত হবে।

এদিকে শুক্রবার (৮ মার্চ) বিশ্বের সঙ্গে মিলিয়ে হলটিতে মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘কুং ফু পান্ডা ৪’। মাইক মিশেল নির্মিত ছবিটি সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে প্রতি দিন প্রায় ত্রিশটি প্রদর্শনী হবে। খবর বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন